ইসলামিক ফাউন্ডেশন ত্রিশাল কর্তৃক প্রদত্ত সেবা সমূহঃ
১। ইসলামিক ফাউন্ডেশন ত্রিশাল উপজেলার ইমামদেরকে আর্থ সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের মাধ্যমে ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমীতে প্রশিক্ষণের জন্য প্রেরণ করে থাকে।
২। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্য থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও খামারী নির্বাচন করা হয় ।
৩। মাসিক ১০ টাকা চাদাঁর মাধ্যমে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য হওয়া যায়। প্রতি উপজেলায় বছরে ১০/১৫ জন করে অসহায়, দরিদ্র ইমামদের মধ্যে অনুদান এবং সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়ে থাকে।
৪। যাকাত ফান্ড বিভাগের রশিদের মাধ্যমে বিত্তবানদের নিকট হতে যাকাত আদায় পূর্বক যাকাত কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রাপ্ত অর্থ দরিদ্র, অসহায়, যাকাত পাওয়ার যোগ্য এমন লোকদের পূর্নবাসনের জন্য বিতরণ করা হয়।
৫। জেলা চাঁদ দেখা কমিটির সহযোগিতা করন ও চাঁদ দেখা সাপেক্ষে হিজরি সন গণনা করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস