ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ২৮ মার্চ ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন এ্যাক্ট’ প্রণীত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সুপ্রাচীন কাল থেকে এ দেশে ইসলামী আদর্শ ও মূল্যবোধ চর্চা হয়ে আসছে। ইসলামের এই সমুন্নত আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ‘ইসলামিক ফাউন্ডেশনের এ্যাক্ট অনুযায়ী এর লক্ষ্য ও উদ্দেশ্য মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য ১৯৮৩ সালে ময়মনসিংহে এর কার্যক্রম শুরু হয়।ত্রিশাল উপজেলা পর্যায়ে মাত্র ১২ টি বয়স্ক কেন্দ্রের মাধ্যমে ১৯৯৩ সালে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কাজ শুভ সুচনা হয়।পরবর্তিতে ধীরে ধীরে এর বিস্তৃতি ঘটে। বর্তমানে প্রকল্পটির ৭ম পর্যায় চলছে। ১ টি মডেল রিসোর্স সেন্টার কাম উপজেলা সাব অফিস ৩ টি সাধারণ রিসোর্স সেন্টার, ৮১ টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র, ১০৮ টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্র, ০১ টি বয়স্ক শিক্ষা কেন্দ্র নিয়ে ত্রিশাল উপজেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন কার্য ক্রমসমুহ :-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস